বড়লেখা প্রতিনিধি
ডিসেম্বর ০৮, ২০২০
১০:১৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০১:৪৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল সোমবার (৭ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামের মৃত হাছন আলীর পুত্র আছকর আলী ও পূর্ব সায়পুর গ্রামের মো. খলিলুর রহমানের পুত্র সামাদুর রহমান সামাদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১১টার দিকে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাজুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সায়পুর গ্রামে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আছকর আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অন্যদিকে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পূর্ব সায়পুর গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সামাদুর রহমান সামাদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এজে/বিএন-০৬/আরআর-০৬