কমলগঞ্জে শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ০৯, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন



কমলগঞ্জে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার আদমপুর, ইসলামপুর, মাধবপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দকৃত উপজেলা দুর্যোগ ও ত্রাণ বিভাগের বাস্তবায়নে সহস্রাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দাল হোসেন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুস্প কুমার কানু, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

এছাড়া মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত ৪ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে চা শ্রমিকদের নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি।

 

এসডি/আরআর-১২