সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৯, ২০২০
০১:৪৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০২:৫৫ অপরাহ্ন
রাজধানীর আকাশে সূর্যের দেখা মেলা ভার। প্রকৃতি যেনো শীতের আহ্বানে পাল্টেছে চেহারা। চারিদিকে কুয়াশা জড়ানো প্রকৃতি জানান দিচ্ছে শীতের চিরচেনা রূপে। তবে আবহাওয়াবিদেরা বলছেন, এটি কুয়াশা নয়, ধোঁয়াশা। যা আগামী আরো এক সপ্তাহ থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ‘বাংলাদেশ ভূখণ্ডে শীতের হিমেল বাতাস প্রবেশ করতে শুরু করেছে। আগামী সপ্তাহের শুরুতে শীত বাড়তে পারে।’
ধোঁয়াশা সম্পর্কে তিনি বলেন, ‘এমন পরিস্থিতির জন্য প্রকৃতির চেয়ে মানুষের তৎপরতাই এর জন্য দায়ী। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় শহর-গ্রাম সর্বত্র নানা অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। ইট ভাটাগুলো পুরোদমে চালু হয়েছে। যানবাহন চলাচলও বেড়ে গেছে। এসব কিছু থেকে তৈরি ধুলা ও ধোঁয়া বাতাসে মিশছে। আর বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়ে ওই ধোঁয়া ধুলা ও কুয়াশা মিলে ধোঁয়াশা তৈরি হয়েছে।’
এদিকে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় ঘাটে আটকা পড়ে কয়েকশ যানবাহন।
বুধবার সকাল ১০টায় পাটুরিয়া থানার ডিউটি অফিসার সিরাজুল ইসলাম বাংলাদেশ জার্নালকে বলেন, ‘মঙ্গলবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে যা এখন পর্যন্ত শুরু হয়নি।’
কারণ সম্পর্কে তিনি বলেন, ‘নদীর পানির উপর অনেক কুয়াশা থাকায় নৌ চলাচল সম্ভব হচ্ছেনা। তবে প্রস্তুতি চলছে।’
রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় ধোঁয়াশা তৈরি হওয়ায় বায়ুর মান আবারও খারাপ হতে শুরু করেছে। গত এক সপ্তাহ দিন ও রাতের বেশির ভাগ সময় বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দূষিত বায়ুর প্রাধান্যের দিক থেকে ঢাকার অবস্থান এক থেকে তিনের মধ্যে থাকছে।
আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত থেকে ভোর পর্যন্ত নদী তীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আরসি-০৩