মৌলভীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন
মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপিত হয়েছে। আজ বুধবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা এবং জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার নির্বাচিত ১০ জন জয়িতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ।
জেলা প্রশাসক তার বক্তব্যে সমাজে নারীদের অবদান এবং মানব সভ্যতায় নারীদের অপরিহার্যতা ও অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানের এক ফাঁকে জেলা প্রশাসক সফল মায়েদের উদ্দেশে একটি ব্যতিক্রমী প্রাণবন্ত এবং হৃদয়স্পর্শী কবিতা আবৃত্তি করেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্র জানায়, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছেন যে নারী, শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন যে নারী, সফল জননী যে নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী- এই ৫ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে ৫ জন এবং উপজেলা পর্যায়ে ৫ জন নারীকে সম্মাননা জানানো হয়েছে।
এসএইচ/আরআর-০৭