কমলগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২০
০১:২৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০১:২৬ পূর্বাহ্ন
'কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি''- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মঞ্জুশ্রী সিনহা, রুবিনা আক্তার ও আমিনা ইসলাম নামের তিনজন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, নারীনেত্রী মঞ্জুশ্রী রায় প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।
অনুষ্ঠানে দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকার প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, আজ নারীরা আর পিছিয়ে নেই। তাদের প্রয়োজনীয় সহযোগিতা করলে তারাই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
আলোচনা সভা শেষে কমলগঞ্জ উপজেলা পর্যায়ে সফল জননী হিসেবে মঞ্জুশ্রী সিনহাকে, সমাজ উন্নয়নে অবদান রাখায় রুবিনা আক্তারকে এবং ইউনিয়ন পর্যায়ে সমাজ উন্নয়নে অবদান রাখায় ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আমেনা আক্তারকে জয়িতা হিসেবে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসডি/আরআর-১০