মৌলভীবাজারের পুলিশ সুপার যাচ্ছেন কুমিল্লায়

মৌলভীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২০
০৫:৪৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০৫:৪৫ অপরাহ্ন



মৌলভীবাজারের পুলিশ সুপার যাচ্ছেন কুমিল্লায়

মৌলভীবাজার জেলার পুলিশ সুপারকে (এসপি) বদল করা হয়েছে। মৌলভীবাজার জেলার এসপি ফারুক আহমেদ (পিপিএম)-কে কুমিল্লা জেলার এসপি করা হয়েছে।

অপরদিকে, স্পেশাল ব্যাটেলিয়ন-১ এর মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজারে এসপি হিসেবে বদলি করা হয়েছে।

জানা যায়, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৫জনকে বদলি করেছে সরকার। 

বুধবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। এর মধ্যে ১৩টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দেওয়া হয়েছে।

ফারুক আহমেদ বিভিন্ন জনবান্ধব কাজের মাধ্যমে মৌলভীবাজারে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। করোনা মোকাবেলায় তিনি ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। জুয়া ও ডাকাতি প্রতিরোধ, মামলার জট কমিয়ে আনা, বিট পুলিশিং এবং পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তাঁর কার্যকর উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়। 

এসএইচ/বিএ-০২