বড়লেখা প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২০
০১:০৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
০১:০৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। এদিন দুই কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রতাহার করে নিয়েছেন। তারা হলেন বড়লেখা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামিল উদ্দিন ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরাস উদ্দিন রাজু।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান।
প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। আগামীকাল শুক্রবার (১১ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন।
এজে/আরআর-০৬