বড়লেখায় আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী

বড়লেখা প্রতিনিধি


ডিসেম্বর ১১, ২০২০
০১:১৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
০১:১৫ পূর্বাহ্ন



বড়লেখায় আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী

মো. শাহজাহান ও মো. রেজাউল করিম

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া তিন প্রার্থীর মধ্যে দুইজন কাউন্সিলর প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুনানি শেষে বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাদের মনোনয়ন বহালের ঘোষণা দেন।

মনোনয়ন ফিরে পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- বড়লেখা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহান ও ৭ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল করিম। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাদের সমর্থকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জনৈক বদরুল ইসলামের খেলাপি ঋণের জামিনদাতা হিসেবে ১ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহান ও হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপনের দায়ে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া এক ব্যবসায়ীর খেলাপি ঋণের জামিনদাতা হিসেবে ৭ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল করিমের প্রার্থিতা বাতিল হয়। পরে এই তিন প্রার্থীই কর্তৃপক্ষ বরাবরে মনোনয়পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন।

কাউন্সিলর প্রার্থী মো. শাহাজান ও মো. রেজাউল করিম আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জানান, একজন প্রার্থীর আবেদন নামঞ্জুর করেছেন আপিল কর্তৃপক্ষ।

 

এজে/আরআর-০৭