তথ্য গোপনের অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর
ডিসেম্বর ১১, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন
জেহিন সিদ্দিকী
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আসন্ন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর প্রকৃত নাম কী তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই প্রার্থী আসন্ন পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্রে নিজের নাম জেহিন সিদ্দিকী বলে উল্লেখ করেছেন। ভোটার আইডির তথ্যও বলছে তার নাম জেহিন সিদ্দিকী। তবে বাস্তবে তার পাসপোর্টের নামের সঙ্গে ভোটার আইডির নামের কোনো মিল নেই। পাসপোর্টের তথ্য বলছে তার নাম জাহিনুল হক মো. হোসাইন সিদ্দিকী। ফলে তার প্রকৃত নাম জেহিন সিদ্দিকী নাকি জাহিনুল হক মো. হোসাইন সিদ্দিকী, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী নাদের আহমদ ওই প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে গত ৬ ডিসেম্বর জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষের নিকট আপিল (নম্বর- ০৪/২০২০) করেছেন। গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) আপিলের শুনানি হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) আপিলের রায় হয়েছে। এতে কাউন্সিল প্রার্থী জেহিন সিদ্দিকীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ।
আপিলে উল্লেখ করা হয়েছে, বড়লেখা পৌরসভার নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকী একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন। মনোনয়ন দাখিলের পর গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আপিলকাররীর মনোনয়ন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষণা করা হয়। কিন্তু ওই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেহিন সিদ্দিকী মনোনয়নপত্রে নামের তথ্য গোপন রাখা স্বত্ত্বেও জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। যাচাই-বাছাইকালে বিজ্ঞ নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আপিলকারীর আপত্তির বিষয়ে কোনোরূপ সুনির্দিষ্ট কোনো বক্তব্য উল্লেখ না করে জেহিন সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করেন।
এতে বলা হয়, ওই প্রার্থী তার বাংলাদেশি পাসপোর্টে (ইঞ ০৪১২৩১৮) জাহিনুল হক মো. হোসাইন সিদ্দিকী নাম উল্লেখ করেছেন। এছাড়া তিনি বিদেশগমনের জন্য গত ১৫ জুলাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষায় তার পাসপোর্টের নাম ব্যবহার করেছেন। কিন্তু তিনি মনোনয়নপত্রে যে নাম উল্লেখ করেছেন তার সঙ্গে পাসপোর্টের নামের কোনো মিল নেই। এতে তিনি নিজের নাম সংক্রান্ত তথ্য গোপন করে নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘন করেছেন।
এ বিষয়ে জানতে বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকীর মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি।
বাদীপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম বুলবুল আজ বৃহস্পতিবার বলেন, বড়লেখা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্রে নিজের নাম জেহিন সিদ্দিকী উল্লেখ করেছেন। কিন্তু তার পাসপোর্ট আর জন্মসনদ অনুযায়ী তার জাহিনুল হক মো. হোসাইন সিদ্দিকী। অর্থাৎ মনোনয়নপত্রে উল্লেখ করা নামের সঙ্গে পাসপোর্ট আর জন্ম সনদের নামের কোনো মিল নেই। তিনি নিজের নাম সংক্রান্ত তথ্য গোপন করে নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে আমরা জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করেছি। আজ (বৃহস্পতিবার) আপিলের রায় হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট নই। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।
এজে/আরআর-১০