সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২০
০১:৪০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
০১:৪০ অপরাহ্ন
আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমীর অবস্থার আরও অবনতি হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আজ শনিবার (১২ ডিসেম্বর) অবস্থার অবনতি হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী।
তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুরের অবস্থার আরো অবনতি হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বজনরা।
এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেওয়া হয়।
নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।
গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।
গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আরসি-০৩