জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার দাবিতে কমলগঞ্জে সভা

কমলগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৩, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন



জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার দাবিতে কমলগঞ্জে সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও জাতির পিতার মর্যাদা অক্ষুন্ন রাখর দাবিতে প্রতিবাদ সভা করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন। আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় 'জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান'- এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফজলুল কবীর।

এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হেদায়েত উল্ল্যাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশের পরিচয়ের ঐতিহাসিক বন্ধন। জাতির পিতার সম্মানের অবমাননাকারীরা কখনও বাংলাদেশের মঙ্গল চায় না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি কোটি মানুষ তা মেনে নেবে না। যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতার অবদান চির অম্লান হয়ে থাকবে। কোনোভাবেই জাতির পিতার কোনো ধরণের অবমাননা সহ্য করা হবে না।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু কোনো দলের নয়। তিনি দল, মত, শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ সবকিছুর উর্ধ্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, নিঃস্বার্থ ও সাহসী নেতৃত্বের ফসল আজকের এই স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন দেশে দাঁড়িয়ে, স্বাধীন ভূখন্ডের উপর দাঁড়িয়ে জাতির পিতার প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়া, কার্যকারিতা পরিচালনা কোনোভাবেই করতে পারবেন না। যদি করার চেষ্টা করেন, তাহলে নিজেই নিজের কাছে দ্বিচারিণী হবেন, অসম্মানিত হবেন। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না, আপনারা তাদেরকে বয়কট করুন, বিতাড়িত করুন।

 

এসডি/আরআর-১৭