হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৩, ২০২০
০২:৫০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০২:৫০ অপরাহ্ন



হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন

মারা গেছেন হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। এসব তথ্য নিশ্চিত করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ায় ১ ডিসেম্বর কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক।

বিএ-১৬