কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৫, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন



কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভুঁইয়া, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র কুমার দেব, সাংবাদিক বিশ্বজিত রায়, প্রনীত রঞ্জন দেবনাথ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

এসডি/আরআর-০৯