কমলগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪ নম্বর শমশেরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় স্থানীয় ব্রাদার্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
শমশেরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোহিতের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত। যুবদল নেতা গোলাম রাব্বীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মতিন বক্স।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য শফিকুর রহমান চৌধুরী, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, এডভোকেট আব্দুল আহাদ, মুজিবুর রহমান চৌধুরী (মুকুল), মো. জয়নাল আবেদিন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শাহাজান সিরাজ, প্রেম লাল যাদব, ছাত্রনেতা আব্দুল মালিক ইমন প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো. এনামুল হক শামীমকে সভাপতি, মো. মুমিত খাঁন শৈবালকে সাধারণ সম্পাদক ও মো. এনায়েত হোসেন মুমিনকে সাংগঠনিক সম্পাদক করে শমশেরনগর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
এসডি/আরআর-১০