শ্রীমঙ্গল প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (১৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দীন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও তহিরুল ইসলাম মিলন।
এছাড়া সভায় বিভিন্ন পেশাজীবী ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগণসহ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিকে/আরআর-১৩