চাষিদের সুবিধার্থে বন্ধ হলো মনু নদীর স্লুইচ গেট

মৌলভীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ১৬, ২০২০
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
০১:১০ পূর্বাহ্ন



চাষিদের সুবিধার্থে বন্ধ হলো মনু নদীর স্লুইচ গেট

মৌলভীবাজারে ১৫ হাজার হেক্টর জমিতে বোরো মৌসুমে সেচ কাজের সুবিধায় মনু নদীতে অবস্থিত স্লুইচ গেট বন্ধ করা হয়েছে। এতে বোরো মৌসুমে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার প্রায় ৮ ইউনিয়নের চাষিরা উপকৃত হবেন।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন মনু ব্যারেযের গেট বন্ধ করা হয়।

এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। এছাড়া স্থানীয় উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আসন্ন বোরো মৌসুমে যাতে কৃষকরা পানির সংকটে না পড়েন সেজন্য পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে মনু নদীর স্লুইচ গেট বন্ধ করা হলো। এর ফলে গেটের উজানের দিকে ক্যানেলের মাধ্যমে ৮টি ইউনিয়নে বোরো জমিতে সেচ দিতে পারবেন চাষিরা। এছাড়া বোরো চাষের আওতা এবং ফসল উৎপাদন বাড়বে।

 

এসএইচ/আরআর-০৫