সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২০
০২:৪৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
০২:৪৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসির অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এখন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ আজ বুধবার জানিয়েছেন, পাঁচ থেকে ছয় দিন ধরে তাঁর হালকা জ্বর ও সর্দি ছিল।
সাধারণ সর্দি-জ্বর ভেবে তিনি সময় নিচ্ছিলেন। তবে গতকাল মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। এরপর তিনি করোনার নমুনা পরীক্ষা করাতে দেন।
পরীক্ষায় নমুনার ফলাফল পজিটিভ আসে। ঝুঁকি এড়াতে গতকালই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
মেডিসিন বিশেষজ্ঞ ও গুণী এই অধ্যাপক তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন, এখন তিনি ভালো আছেন। শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিলতা নেই।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই জনসাধারণকে সচেতন করার পাশাপাশি জাতীয়ভাবে এই মহামারি মোকাবিলার জন্য তিনি গঠনমূলক নানা পরামর্শ দিয়ে আসছেন। করোনায় আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের মুঠোফোনেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছেন এই অধ্যাপক।
বি এন-৪