শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৪
১১:৪৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২৪
১১:৫১ অপরাহ্ন
শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা জানতে ও সমস্যা সমাধানের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন হলের প্রভোস্টবডি।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের 'ডি' ব্লকের দ্বিতীয় তলায় টিভি রুমে এ সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সহকারী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন চৌধুরী, সহযোগী অধ্যাপক সাইফ আহমেদ ও প্রভাষক আব্দুল্লাহ আল নোমান।
সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাকিম মিয়া বলেন, আমি প্রায় ৫ বছর ধরে শাহপরান হলে অবস্থান করছি। বিগত কোনো বছরই এরকম সভার আয়োজন করা হয় নি। আমাদের অনেক সমস্যা সত্ত্বেও স্যারদের কাছে তুলে ধরতে পারিনি। তিনি আরো বলেন, স্যারদের কাছে অভিযোগ দেওয়া যেত না বড় ভাই সমাধান করতো কিন্তু আজ এরকম একটা আয়োজন পেয়ে আমরা সত্যিই আনন্দিত ।
সভায় শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ বলেন, "আমরা তোমাদের সকল শুনেছি। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা ইতোমধ্যে অনেক কাজ করেছি এবং অন্যান্য সমস্যার কথা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছি। যেহেতু আমাদের শাহপরাণ হল অনেক পুরাতন তাই এটাকে কিভাবে দ্রুত রিফর্ম করা যায় সেটাও চেষ্টা করা হবে।"
তিনি আরো বলেন, "এই হল আজ থেকে ধুমপানমুক্ত। কেউ যদি ধুমপান করে আর সেটা জানতে পারি তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
এসময় হলের খাবারের মান ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আরো কাজ করবেন বলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন প্রভোস্ট।
এএফ/০৭