সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২০
০৯:৫১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
০৯:৫৩ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দ আব্দুল আওয়াল শামীমের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ বুধবার সকালে শ্রদ্ধা নিবেদনকালে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আগের দিন টুঙ্গিপাড়ায় পৌঁছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম।
এএন/০২