‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ’

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৬, ২০২০
০৮:৩৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
০৮:৩৩ অপরাহ্ন



‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ’
-ভাস্কর্য ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ হিন্দু, মুসলমান,বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের। সবার রক্তে দেশ স্বাধীন হয়েছে।’ এখানে সব মানুষ সমান সুযোগ নিয়ে চলবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলে এ দেশে অন্য ধর্মের মানুষদের অধিকার বঞ্চিত করা হবে- তা ঠিক নয়।’

আজ বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের আলোচনাসভায় চলমান ভাস্কর্য বিতর্ক প্রসঙ্গে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ আওয়ামী লীগ এ আলোচনাসভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গণভবন থেকে আলোচনাসভায় যোগ দেন। তিনি এতে সভাপতিত্ব করেন। 

শেখ হাসিনা বলেন, এ মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ রয়েছে। আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ বলে অন্য ধর্মাবলম্বীদের অবহেলার চোখে দেখব, তা নয়। 

‘মনে রাখতে হবে, সবাই এক হয়ে মুক্তিযুদ্ধে একইসঙ্গে রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছে। কাজেই এ দেশের মাটিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাস করবে। সবার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। সেই চেতনায় আমরা বিশ্বাস করি। ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে। নবী করিম (সা.) আমাদের সেই শিক্ষাই দিয়েছেন।’ 

যে কোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কে কী বলল তা না শুনে, আমরা দেশের জন্য কতটুকু করলাম সেটা চিন্তায় থাকবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব ও সঠিক কাজ করতে পারব। 

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে তার দল ও অঙ্গসংগঠনের অবদানের কথা উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

 

এএফ/০৪