মৌলভীবাজারে শ্রদ্ধায় পালিত হলো বিজয় দিবস

মৌলভীবাজার প্রতিনিধি‌


ডিসেম্বর ১৭, ২০২০
০১:৫৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০১:৫৯ পূর্বাহ্ন



মৌলভীবাজারে শ্রদ্ধায় পালিত হলো বিজয় দিবস

পুস্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলোভীবাজারে পালিত হয়েছে বাঙালি জাতির গৌরবের বিজয় দিবস। বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলার চেয়ারম্যান মো. কামাল হোসেন।

পরে ধারাবাহিকভাবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি শোয়েব, আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা শারমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, জেলা তথ্য অফিসার আবুস ছত্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও মৌলভীবাজার প্রেসক্লাব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মৌলভীবাজার জেলা সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ, প্রগতি লেখক সংঘসহ নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এদিকে দুপুরে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জেলার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

 

এসএইচ/আরআর-১৩