বড়লেখায় মহান বিজয় দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি


ডিসেম্বর ১৭, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন



বড়লেখায় মহান বিজয় দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর বালিকা উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বড়লেখা উপজেলা প্রশাসন, বড়লেখা থানা, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, বাংলাদেশ আওয়ামী লীগ, বড়লেখা পৌরসভা, বড়লেখা প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান।

শ্রদ্ধাঞ্জলি শেষে বড়লেখা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করেছে।

 

এজে/আরআর-১৮