আন্তর্জাতিক পুরষ্কার পেলো জাগৃতি প্রকাশনী

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৭, ২০২০
০৪:৪৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০৪:৫৬ অপরাহ্ন



আন্তর্জাতিক পুরষ্কার পেলো জাগৃতি প্রকাশনী

অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্সের ‘২০২০ এএপি ইন্টারন্যাশনাল ফ্রিডম টু পাবলিশ’ জেরি ল্যাবের পুরষ্কার পেলো জাগৃতি প্রকাশনী।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে। 

প্রকাশনার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য মূলত এই পুরস্কার দেওয়া হয়। এ বছর জাগৃতিকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের প্রকাশকদের এই সংগঠন সেখানে উল্লেখ করে, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাহসিকতার জন্য যুক্তরাষ্ট্রের বাইরের একজন প্রকাশক হিসেবে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

এএপি এই মূলনীতিতে বিশ্বাসী যে, একজন প্রকাশকও যদি প্রকাশনায় অস্বীকৃতি জানায়, সেই হুমকি সব প্রকাশকের ওপর প্রভাব ফেলে।

এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি ও সিওও মারিয়া এ পেলেন্টা বলেন, ‘জাগৃতি প্রকাশনীকে এই সম্মাননা দিতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। 

বই, জ্ঞান এবং আইডিয়া আদান-প্রদান উন্মুক্ত রাখতে বদ্ধপরিকর থাকায় আমরা দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।’ 

প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হাতে হত্যার শিকার ফয়সাল আরেফিন দীপন।

 

বি এন-৭