মৌলভীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন
পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভ্যারিফিকেশনের জন্য স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক পুলিশিং নিশ্চিত করতে মৌলভীবাজারে চালু করা হয়েছে 'ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স'।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে প্রচুর পুলিশ ক্লিয়ারেন্সের দরকার পড়ে। এই সেবা সহজ করতে এবং দালালমুক্ত রাখতে আমরা এই ডিজিটাল সেবা চালু করেছি। এখন থেকে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই নির্দিষ্ট তারিখে তা সংগ্রহ করতে পারবেন।
এতে মাত্র ২ দিন সময় লাগবে জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগের ফলে কোনো দালাল বা মধ্যপথের কোনো আর্থিক দুর্নীতি থাকবে না।
এসএইচ/আরআর-০৮