জুড়ীর ৪টি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি ঘোষণা

জুড়ী প্রতিনিধি


ডিসেম্বর ১৮, ২০২০
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০১:৪৭ পূর্বাহ্ন



জুড়ীর ৪টি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি ঘোষণা

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৪টি ইউনিয়নে ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমের কাছে পাঠানো জুড়ী উপজেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়ার যৌথ স্বাক্ষরিত প্যাডে ১ বছরের জন্য জায়ফরনগর, সাগরনাল, ফুলতলা ও পশ্চিম জুড়ী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে আছেন জায়ফর নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহান চৌধুরী, সাগরনাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওছারুল গনি রাফি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আব্দুল্লাহ, ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহি উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ এবং পশ্চিম জুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম জুনেদ ও সাধারণ সম্পাদক শাহিন আলম।

 

এইচআর/আরআর-১০