বড়দিনের অনুদান পেল কমলগঞ্জের ৪০টি গীর্জা

কমলগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৮, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন



বড়দিনের অনুদান পেল কমলগঞ্জের ৪০টি গীর্জা

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪০টি গীর্জায় সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলাধীন এ ৪০টি গীর্জার ৫ লাখ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপজেলার ৪০টি গীর্জার খ্রিস্টান ধর্মাবলম্বী প্রধানদের হাতে সরকারি অনুদানের অর্থ প্রদান করেন সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, মাগুরছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মীসহ বিভিন্ন খাসিয়াপুঞ্জির প্রধানরা।

 

এসডি/আরআর-১২