পৃথক শোডাউন, সিলেট বিএনপিতে বিভক্তি

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৮, ২০২০
০১:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০১:২১ পূর্বাহ্ন



পৃথক শোডাউন, সিলেট বিএনপিতে বিভক্তি
মেয়র কোন দলের আমরা তা জানিই না- আবুল কাহের শামীম

রাজপথে দীর্ঘদিন ধরে অনপুস্থিত সিলেট বিএনপি। তবে বিজয় দিবসে গত বুধবার নগরে বিশাল শোডাউন করেছে দলটি। তাও আলাদা আলাদা। জেলা ও মহানগর বিএনপির ব্যানারে শোভাযাত্রা হয়েছে। আলাদা শোভাযাত্রা করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। এতে করে দলের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে ওঠেছে। 

আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা। পরে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলিও নিবেদন করেন তিনি

 

এদিকে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে বিজয় দিবসে শোভাযাত্রা বের করা হলেও আরিফুল হক চৌধুরী জানিয়েছেন তাকে কেউ বিষয়টি জানাননি। আর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি আবুল কাহের শামীম বলেছেন, ‘মেয়র কোন দলের আমরা তা জানিই না। তিনি জেলা ও মহানগর বিএনপির নাম ব্যবহার করলে তা শৃঙ্খল ভঙ্গের শামিল। 

গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে আলাদা র‌্যালি বের করা হয়। সকাল ১১টায় নগরের কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টার থেকে মহিলা দলের ব্যানারে একটি বিশাল র‌্যালি বের করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অন্যদিকে দুপুর সাড়ে বারোটায় নগরের রেজিস্ট্রারী মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির ব্যানারে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আবার মেয়র আরিফের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা ও মহানগরের নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণ করা হয়। এদিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামিমেম নেতৃত্বেও সিলেট জেলা বিএনপির ব্যানারে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে আলাদা বিজয় শোভাযাত্রা।

 

এবিষয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন সিলেট মিররকে বলেন, ‘মেয়র আলাদাভাবে শ্রদ্ধা নিবদনের অনুভব থেকেই বিচ্ছিন্নভাবে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ বা র‌্যালি করেছেন। আমরা সব অঙ্গ সংগঠন নিয়ে একত্রিতভাবে র‌্যালি করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি।’ বিএনপিতে কোনো বিভক্তি নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা সব কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সবাইকে আমাদের র‌্যালিতে যোগ দেওয়ার জন্য দাওয়াত দিয়েছিলাম। জেলার কাউন্সিলে নিয়ে তো কিছু প্রতিযোগিতা চলতে তাই কিছু মানুষকে নিয়ে হয়ত বিচ্ছিন্নভাবে তিনি (মেয়র) শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। তবে বিএনপির মূল সংগঠন হিসেবে সব অঙ্গসংগঠন নিয়ে আমরাই র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি।’ আর বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম বলেন, ‘মেয়র কোন দলের আমরা তো জানিই না। মেয়র সিসিকের কর্মচারীদের নিয়ে মিছিল করেছেন। এটা বিএনপির মিছিল হতে পারে না। আর বিএনপির মূল ধারার মিছিল তো সব অঙ্গ সংগঠনকে নিয়ে হয়েছে। আর তিনি যদি জেলা ও মহানগর বিএনপির নাম ব্যবহার করে থাকেন তাহলে তা দলের শৃংখলা ভঙ্গের সামিল। এটা ব্যবহার করার তার কোনো অধিকারও নেই।’ 

এবিষয়ে সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী সিলেট মিররকে বলেন,‘আমার মনে হয় সিলেটে বিএনপিকে নিয়ে কেউ কেউ প্রতিযোগিতা করতে চাচ্ছেন। গতকাল সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার কাছে আসে তখন তাদেরকে সঙ্গে নিয়ে আমি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি।’ তবে সিলেট জেলা ও মহানগর বিএনপির র‌্যালিতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি। আবুল কাহের শামীমের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘তিনি নিজেকে অনেক কিছু মনে করেন। আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির সঙ্গে আছি। এছাড়া আমরা যারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি তারা তো বিএনপির বাইরের কেউ না। তাই এ ধরণের বক্তব্য দিয়ে দলে বিভক্তি তৈরি না করতে আহ্বান জানাই।’

 

এনএইচ/এএফ-০১