শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

শ্রীমঙ্গল প্রতিনিধি


ডিসেম্বর ১৮, ২০২০
০৯:১২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
১০:২৯ অপরাহ্ন



শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে জনি মিয়া (৩০) নামের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে সদর ইউনিয়নের শাহাজিবাজার এলাকার মেসার্স শামসুদ্দিন এন্ড ব্রাদার্সের সামনে এ ঘটনা ঘটেছে। 

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত আহতকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আর নিহত ব্যক্তির লাশ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক রাজন। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, নিহত জনি মিয়া বাসের হেলপার ছিলেন। তার বাড়ি পিরোজপুরে। তার পিতার নাম জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

জিকে/বিএন-০১/আরআর-০১