রিকশা চলাচল বন্ধের প্রতিবাদ বাসদের

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৯, ২০২০
০৩:৩৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২০
০৩:৩৯ পূর্বাহ্ন



রিকশা চলাচল বন্ধের প্রতিবাদ বাসদের

সিলেট নগরের বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা।

বাসদের জেলা সমন্বয়ক আবু জাফর গতকাল শুক্রবার এক বিবৃতিতে সিলেট সিটি করপোরেশনের মেয়রকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আবু জাফর বলেন, ‘বন্দর থেকে চৌহাট্টা সড়কে রিকশা, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত জনস্বার্থ পরিপন্থী। এমনিতেই করোনায় বিপর্যস্ত শ্রমজীবীরা। কর্মসংস্থানে রিকশা, ভ্যান চালিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করেন শ্রমজীবীদের একটি অংশ। রিকশা, ভ্যান চলাচল বন্ধ হলে শ্রমিকদের আয় আরও কমে যাবে। অনেক শ্রমিক বেকার হয়ে যাবেন। যা অমানবিক।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বন্দরবাজার-চৌহাট্টা সড়কে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি ছাত্রছাত্রীদের যাতায়াতের প্রধান বাহন রিকশা। রিকশাচলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়বেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এই সড়কে রিকশা, ভ্যান চলাচল বন্ধ হলে ক্ষতির সম্মুখীন হবেন ছোট ও মাঝারি বিপণিবিতানের ব্যবসায়ীরা।’

তিনি বলেন, ‘আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর স্বাভাবিক চলাচল বিঘ্ন করে নয়। আমরা উন্নয়ন বা সৌন্দর্য  চাই;  তবে তা মরনফাঁদে শিক্ষক আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর মধ্যে দিয়ে নয়।

আরসি-০৪