মৌলভীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২০
০৮:৫৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৯, ২০২০
১০:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজারে দুই বিয়েকে কেন্দ্র করে হাফিজ উদ্দিন (৩৩) নামে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে সদর উপজেলার পদিনাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
হাফিজ উদ্দিন উপজেলার কনকপুর ইউনিয়নের পদিনাপুরের নিজাম উদ্দিনের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, হাফিজ উদ্দিন প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই ২য় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী এবং তাঁর পরিবারের সাথে ঝামেলা চলছিল। ঘটনার দিন বাড়ির পাশে রাস্তায় প্রথম স্ত্রীর পক্ষের কয়েকজন তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বলেন, প্রাথমিক ভাবে দুইটি বিয়েকে কেন্দ্র করে প্রথম পক্ষের স্ত্রীর লোকজন হত্যা করেছে বলে মনে হচ্ছে। তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় শিগগিরই মামলা দায়েরকরা হবে।
এস এইচ/ বি এন-৬