কমলগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০১:৫৬ পূর্বাহ্ন
আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভার নির্বাচন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল রবিবার (২০ ডিসেম্বর) পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন মনোনয়নপত্র দাখিল করবেন পৌর নির্বাচনে লড়তে যাওয়া তিন মেয়র প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ থেকে ২য় বারের মতো দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. জুয়েল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন এবং কমলগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও ঠিকাদার মো. হেলাল মিয়া। এবারের নির্বাচনে এই তিনজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
আগামীকাল তিন মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থক ও অনুসারী দলীয় নেতা-কর্মীরা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। আজ শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর প্রার্থীদের সমর্থকরা পৃথক সময়ে মিছিল বের করেন। এ সময় প্রার্থীদের সমর্থনে বিশাল মোটরসাইকেলের বহর দেখা যায়।
এদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা পেয়েছেন বর্তমান মেয়র মো. জুয়েল আহমেদ। গতকাল শুক্রবার দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে তাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রাতে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থিতা ঘোষণার পর কমলগঞ্জ পৌর এলাকায় জুয়েলের সমর্থক ও অনুসারীরা আনন্দ-উল্লাস প্রকাশ করতে দেখা যায়। রাত ৯টায় নৌকার সমর্থনে জুয়েল সমর্থকরা মিছিল বের করেন।
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন বলেন, 'দল থেকে বর্তমান মেয়র কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমেদকে নৌকা প্রতীকের জন্য মনোনীত করা হয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।'
এসডি/আরআর-০১