বড়লেখায় বাবা-মাকে মারধর করায় মাদকসেবী ছেলের ৬ মাসের কারাদণ্ড

বড়লেখা প্রতিনিধি


ডিসেম্বর ২১, ২০২০
০৪:৪৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২০
০৫:০০ পূর্বাহ্ন



বড়লেখায় বাবা-মাকে মারধর করায় মাদকসেবী ছেলের ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারের বড়লেখায় বাবা-মাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলে হাসান আহমদ (২৬)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এ রায় দেন।

জানা গেছে, উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের হাসান আহমদ প্রায় প্রতিদিনই মাদকসেবন করে তার বাবা-মাকে মারধর করতো। রবিবার সকালে আবারও বাবা-মাকে মারধর করলে স্থানীয় লোকজন তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানকে অবগত করেন। ইউএনও সেখানে ছুটে গেলে অভিযুক্ত হাসান নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, বাবা-মাকে মারধর ও মাদকসেবনের বিষয়টি স্বীকার করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এজেএল/বিএ-২৪