মৌলভীবাজারে স্ত্রীর শরীর ঝলসে দিলেন স্বামী

মৌলভীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২২, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন



মৌলভীবাজারে স্ত্রীর শরীর ঝলসে দিলেন স্বামী

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আবদা গ্রামে পারিবারিক কলহের জের ধরে ফুটন্ত পানি ঢেলে অনামিকা দেব নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী। 

রবিবার (২০ ডিসেম্বর) সকালে এ পাশবিক ঘটনা ঘটে।

গৃহবধূ অনামিকা জানান, তার স্বামী সঞ্জিত কান্তি নাথ জৈনক এক কবিরাজের কাছ থেকে একটি তাবিজ আনেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চুলা থেকে ফুটন্ত পানি ঢেলে দেন তার গায়ে। এতে তার পিঠ ও গলা ঝলসে যায়।

অনামিকাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ/বিএ-০৯