মৌলভীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আবদা গ্রামে পারিবারিক কলহের জের ধরে ফুটন্ত পানি ঢেলে অনামিকা দেব নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী।
রবিবার (২০ ডিসেম্বর) সকালে এ পাশবিক ঘটনা ঘটে।
গৃহবধূ অনামিকা জানান, তার স্বামী সঞ্জিত কান্তি নাথ জৈনক এক কবিরাজের কাছ থেকে একটি তাবিজ আনেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চুলা থেকে ফুটন্ত পানি ঢেলে দেন তার গায়ে। এতে তার পিঠ ও গলা ঝলসে যায়।
অনামিকাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ/বিএ-০৯