সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২০
০২:২১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০২:২১ অপরাহ্ন
করোনা মহামারির প্রকোপ বাড়ায় ওমান সরকার উড়োজাহাজ চলাচলে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিষয়টি জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার।
তিনি জানান, ওমান সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় ২২ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বিমান বাংলাদেশের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
চলাচল স্বাভাবিক হলে বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলেও জানান তাহেরা খন্দকার।
এ দিকে করোনার আবহে সৌদি আরব সরকারও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে সোমবার থেকে এক সপ্তাহের জন্য দেশটির তিন গন্তব্যে নির্ধারিত বিমান বাংলাদেশের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিএ-১৫