ছাতকে চার কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন অবৈধ

ছাতক প্রতিনিধি


ডিসেম্বর ২৩, ২০২০
০২:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০২:২১ পূর্বাহ্ন



ছাতকে চার কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন অবৈধ

সুনামগঞ্জের ছাতক পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থী মিলিয়ে মনোনয়নপত্র দাখিল করা ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে তাদের দাখিল করা মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফয়জুর রহমান।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনী বিধি বহির্ভূত হওয়ায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরজ মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী রশিদ আহমদ, ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী জুবায়ের আহমদ ও একই ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিরর নওশাদ মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকী ৪৪ জন প্রার্থীর মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত নারী আসনে ১৩ জন ও কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

 

এমএ/আরআর-১২