কমলগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে অংশগ্রহণেচ্ছু ২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে সমন্বিত ফলাফল জানিয়েছেন কমলগঞ্জ পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
কমলগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার ও মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
মঙ্গলবার দুপুরে সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সামনে যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান আব্দুর রহিম মুহিন ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ কামরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। এর বাইরে নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী, ২৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ ৪৪ জনের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষিত হয়।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৪৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। আর ২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখার রিপোর্টের ভিত্তিতে ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়
তিনি আরও জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৩ কার্যদিবসের মধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন। জেলা প্রশাসক আপিল দায়েরের ৩ কার্যদিবসের মধ্যে সেটি নিষ্পত্তি করবেন।
এসডি/আরআর-১৫