নতুন ধরনের করোনা প্রতিরোধে কতটা সক্ষম ফাইজারের টিকা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৩, ২০২০
০৪:২৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৪:২৯ পূর্বাহ্ন



নতুন ধরনের করোনা প্রতিরোধে কতটা সক্ষম ফাইজারের টিকা

মহামারি করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা কাজ করবে বলে জানিয়েছেন বায়োএনটেকের প্রধান গবেষক ও স্বত্বাধিকারী উগুর শাহিন।

যুক্তরাজ্যসহ করোনার নতুন ধরন কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার খবরে গত সোমবার রাতে জার্মানি প্রেস এজেন্সির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ওই প্রেস এজেন্সির উদ্ৃব্দতি দিয়ে জার্মানির ডের স্পিগেল নামে এক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ‘উগুর শাহিন বলেছেন, বায়োএনটেক-ফাইজারের টিকাটি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্টেইনের বিরুদ্ধে কাজ করবে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী। এরই মধ্যে অন্য ২০টি রূপান্তরিত ভাইরাসের বিরুদ্ধে এই টিকার সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। এতে টিকাটি অন্য রূপান্তরিত ভাইরাসগুলোকে প্রতিবারই নিষ্ফ্ক্রিয় করেছে।’

এদিকে আলোচনায় থাকা মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুটি টিকাই নতুন ধরনের এ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করছেন গবেষকরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, করোনারভাইরাসের যেসব টিকা কার্যকর প্রমাণিত হয়েছে, সেগুলো নতুন এই ভাইরাসের বিরুদ্ধেও কাজ করবে।

 

এএফ/০৩