কান্দিগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৩, ২০২০
০৪:১৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৪:১৬ অপরাহ্ন



কান্দিগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর অর্থায়নে ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহযোগিতায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ৪৬০ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা  আওয়ামী লীগের সাবেক সদস্য এডভোকেট নুরে আলম সিরাজী, আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন, আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমন্বয়ক ট্যাগ অফিসার প্রিয়ব্রত রায়, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা
আনোয়ারুল হক, শামসুল হক, সাবেক  মেম্বার জমসিদ আলী,  ইউনিয়ন পরিষদের সচিব তোফায়েল হোসেন ভূইয়া, জেলা  যুবলীগ নেতা মিজানুর রহমান, আহমদ হোসেন খাঁন, ইউনিয়ন পরিষদে মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আব্দুল জাহির, কাছা মিয়া কছির, মুহিবুর রহমান, মোঃ ছৈল মিয়া, খুশতেরা বেগম, আংগুরা বেগম, রুমা বেগম, যুবনেতা খালেদ হোসেন, মেহদী হাসান সাজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল করিম বাচ্চু, বিলাল আহমদ, জাবেদ আহমদ, জুনেদ আহমদ, ছাত্রলীগ নেতা আমিন আহমদ, আবুল কাশেম, এহিয়া আহমদ, সালমান আহমদ, মুহিব আহমদ প্রমুখ।     

আরসি-১৮