মৌলভীবাজারে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২৩, ২০২০
১০:৫০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
১০:৫১ অপরাহ্ন



মৌলভীবাজারে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারে কেক কাটা,  আলোচনায় সভা ও র‌্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে। 

আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। 

সাংবাদিক আব্দুর রবের সঞ্চালনায় দেশ রূপান্তরের মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে‘র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে কথা সাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু বলেন, ‘দেশ রূপান্তর পত্রিকা কম সময়ে এগিয়ে যাওয়ার পেছনে কাজ করছেন পত্রিকার নীতি নির্ধারকরা।  ঢাকা অফিসের অনেকেই আমার পরিচিত তাদের মধ্যে বেশীরভাগই লেখক কবি সাহিত্যিক। ’

পুলিশ সুপার ফারুক আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘রূপান্তর মানে পরিবর্তন। সমাজের যে যে জায়গায় পরিবর্তন দরকার তা নিয়ে দেশ রূপান্তর কাজ করবে বলে আমরা প্রত্যাশা করছি। তারা যেভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করছে তা আসল সাংবাদিকতা। ’

এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, ইমজার সাবেক সভাপতি সময় টিভির জেলা প্রতিনিধি শাহ ওলিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দেশ টিভি ও ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সালেহ এলাহী কুটি, ইমজার সাধারণ সম্পাদক বকসি মিছবাউর রহমান, জেলা বাপার সমন্বয়ক আ স ম সালে সুহেল। 

এছাড়া মৌলভীবাজারের কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঠন ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস এইচ/ বি এন-০৮