করোনাভাইরাসে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৪, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন



করোনাভাইরাসে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় বলে তার ছেলে শওকত আজিজ রাসেল জানিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন। মৃত্যুকালে সাবেক সংসদ সদস্য হাশেমের বয়স হয়েছিল ৭৮ বছর।

গত ১১ ডিসেম্বর কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর হাশেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শওকত আজিজ রাসেল বলেন, ‘বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। কোভিড পরিস্থিতির কারণে আমরা জানাজার বিষয়ে বিশেষ কিছু বলছি না। উনাকে বৃহস্পতিবার বনানী কবরস্থানে দাফন করা হবে।’

ব্যবসায়ী হাশেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে অনেক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে হাশেমও গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন।

 

এএফ/০৩