বড়লেখা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২০
০২:১২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২০
০২:১২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি লিখিত ইশতেহার পড়ে শোনান।
সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। এ সময় পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, আমার ঘোষিত ইশতেহারই শেষ কথা নয়। আমি নির্বাচিত হলে সময়ের প্রয়োজনে যখন যা করা দরকার তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিক অধিকার ও নাগরিক সেবার বিষয়ে কখনও আপস করব না। সবসময় আমার ভাবনা ও পরিকল্পনা থাকবে যুগোপযোগী ও আধুনিক।
তিনি বলেন, বিগত ২০১৫ সালের নির্বাচনী ইশতেহারের প্রায় ৮০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাকি অসমাপ্ত কাজগুলো চলমান রয়েছে। আমি আবার বিজয়ী হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করে বড়লেখা পৌরসভাকে আধুনিক ও যুগোপযোগী একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করব।
এজে/আরআর-০৭