বড়লেখা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২০
০২:২৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২০
০২:২৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ডিসেম্বরের পৌর নির্বাচনকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশি পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে লক্ষ্যে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ প্রমুখ।
এজে/আরআর-০৯