জুড়ী প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২০
০৭:২১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০৭:২৮ অপরাহ্ন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খ্রীস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইথল এলাকার স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের অনুসারীরা সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে যিশু খ্রীস্টের শুভ জন্মদিনের অনুষ্টান পালন করেন ।
এ উপলক্ষে স্থানীয় ধর্মীয় নেতারা যিশু খ্রীস্টের জন্মদিনে স্থানীয় ধর্মীয় গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ প্রার্থনা, যিশু খ্রীস্টের জন্মদিনে কেক কাটা, স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের কিশোর-কিশোরীদের সমন্বয়ে ধর্মীয় সংগীত পরিবেশন, বেলুন ওড়ানো, প্রদীপ প্রজ্জলন সহ আতশবাজি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইথল খাসিয়া পুঞ্জির পুঞ্জি প্রধান এস্পারলেস পঃলং (মন্ত্রী) ও উপস্থাপনায় ছিলেন খাসি স্টুডেন্টস ইউনিয়নের (কেএসইউ) এর জুড়ী-বড়লেখার সাধারন সম্পাদক ও জুড়ী অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাইকেল নংরুম ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, ছোটধামাই শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ভাগ্য মনি সিংহ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিষ্ট এস এম জালাল উদ্দিন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান প্রমূখ।
অনুষ্ঠানে স্থানীয় জুড়ী থানা পুলিশ নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করেন।
বড়দিন উপলক্ষ্য জুড়ী-বড়লেখা আসনের মাননীয় সাংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি সকল খ্রীস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এইচ আর/ বি এন-০১