মধ্যরাতে শীতার্তদের হাতে কম্বল পৌছে দিচ্ছেন ডিসি

মৌলভীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২৬, ২০২০
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০৭:৩৫ অপরাহ্ন



মধ্যরাতে শীতার্তদের হাতে কম্বল পৌছে দিচ্ছেন ডিসি

ঠান্ডায় কাবু ছিন্নমূল মানুষ। বিশেষ করে তীব্র শীতে বয়স্ক মানুষগুলোর কষ্ট সীমাহীন। সেই মানুষদের কষ্ট লাঘব করতে মধ্যরাতে কম্বল নিয়ে তাদের কাছে যাচ্ছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনের প্ল্যাটফর্মে থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী ঘুমন্ত শীতার্ত মানুষের গায়ে কম্বল পরিয়ে দেন জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‌‘এই শীতে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলার জন্য বরাদ্দকৃত ৩৩ হাজার কম্বল রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। যা ইতোমধ্যে বিতরণ শুরু করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে তিনি এ উদ্যোগ নেন।’

এসএইচ/আরসি-১১