দিরাই পৌরসভা নির্বাচনে চলছে শেষ মুহুর্তের প্রচার

দিরাই প্রতিনিধি


ডিসেম্বর ২৬, ২০২০
০৪:৩৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
০৪:৫৩ অপরাহ্ন



দিরাই পৌরসভা নির্বাচনে চলছে শেষ মুহুর্তের প্রচার

সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর। সমানতালে চলছে আওয়ামী লীগ বিএনপির প্রচার। 

শেষ সময়ে এসে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিরামহীন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায়, বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অনন্ত মল্লিক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা লোকমান আহমদ। 

এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (সদ্য দল থেকে বহিস্কৃত) মোশাররফ মিয়া (জগ) প্রতীক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুম (চামচ) প্রতীকসহ স্বতন্ত্রপ্রার্থী শফিকুল ইসলাম শফিক  (হেলমেট), রশিদ মিয়া  (মোবাইল) প্রতীক প্রচার চালিয়ে যাচ্ছেন। 

প্রচার নিয়ে অভিযোগ নেই কোন প্রার্থীরই, তবে বিএনপি প্রার্থী ইকবাল হোসেন চৌধুরীর সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে তাঁর। 

সদ্য দল থেকে অব্যহতিপ্রাপ্ত বিদ্রোহী প্রার্থী মোশাররফ মিয়ার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উস্কে দেয়ার অভিযোগ আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায়ের। 

আজ শনিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতেই শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। 

শেষ মুহুর্তের প্রচার-প্রচারণায় মুখর পৌর এলাকায় যেন উৎসবের আমেজ বিরাজ করছে। দিনব্যাপী ভোটারের ঘরে ঘরে গণসংযোগ শেষে রাতে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিচ্ছেন মেয়র প্রার্থীরা। 

এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও তাদের বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরছেন। 

আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায় বলেন, ‘বিদ্রোহী প্রার্থী মোশাররফ মিয়া সাম্প্রদায়িতা উস্কে দিয়ে দাঙ্গা-হাঙ্গামা করার পাঁয়তারা করছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ট সাবেক আমলাকে এলাকায় নিয়ে এসে কালো টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।’

বিএনপির প্রার্থী ইকবাল হোসেন বলেন, ‘প্রচারকার্যে কোন ধরনের বাধার সম্মুখীন হইনি, তবে নির্বাচনের আগের রাত ও নির্বাচনের দিনে ভোটের পরিবেশ নিয়ে আমি, আমার দল এবং ভোটাররা শঙ্কিত। সুষ্ঠু ভোট হলে আনশাআল্লাহ বিএনপির বিজয় হবে ‘

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে স্বতন্ত্রপ্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, ‘আমি সুন্দরভাবেই প্রচারকার্য চালাচ্ছি।’

এছাড়াও কাউন্সিলর পদে ৩৯ জন, সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থী প্রচার চালাচ্ছেন। ১৯৯৯ সালে ভাটির জনপদ দিরাই উপজেলা সদরকে পৌরসভায় রুপান্তর করা হয়। উপজেলা সদরের ১৭ টি গ্রাম নিয়ে পৌরসভা গঠিত হয়। ৬.৫ বর্গ বর্গমিটার আয়তনের এ পৌরসভায় বর্তমান ভোটার ২১ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৫৫২, নারী ১০ হাজার ৮২৭।’ 

সহকারি রিটার্নিং ও দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা এই পৌরসভায় ভোটগ্রহণ হবে। প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ নিয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

 

এ এইচ/বি এন-০৫