শ্রীমঙ্গল প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২০
১১:৩৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৬, ২০২০
১১:৩৫ অপরাহ্ন
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ লাখ টাকা ব্যয়ে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ২৭টি ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২৬ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহিদ বলেন, চলমান উন্নয়নে সরকার সকল মানুষকে সঙ্গে রাখার যে নীতি গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে ঘর নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। অচিরেই দেশ থেকে দারিদ্র দূর করা হবে, কেউ আর আশ্রয়হীন থাকবে না।
তিনি আরও বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। দেশের এই উন্নয়নে সরকার সকল মানুষকে সঙ্গে রাখার যে নীতি গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে ঘর নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেসার আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশরাফুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলার প্রতিটি গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেওয়া হবে। সে লক্ষ্যে এই আশ্রয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজ আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রতিটি ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ২৭টি ঘর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলায় ৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মোট ৩শটি ঘর নির্মাণ করা হবে। জেলার সব গৃহহীন মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
জিকে/আরআর-০৩