জুড়ী প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২০
১২:০৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
১২:০৫ পূর্বাহ্ন
বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশকে রক্ষা করতে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। পলিথিনের ব্যবহার বন্ধ করার পাশাপাশি পাহাড় কাটা বন্ধ করতে হবে।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জুড়ী নদীর উপর ৩০ মিটার দীর্ঘ খালের মুখ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, করোনায় যখন সারা বিশ্বের উন্নয়ন বন্ধ রয়েছে, ঠিক তখনই বাংলাদেশে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে ইতোমধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
মন্ত্রী বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশ্য করে বলেন, মূর্তি ও ভাস্কর্য এক নয়। বিশ্বের অনেক মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। যারা আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে, তারা জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে কোনো কথা বলছে না।
উদ্বোধন অনুষ্ঠানে জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মতিন, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতিক, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী, যুবলীগ নেতা আব্দুল মতিন, মো. শাহ আলম, ফয়সাল আহমেদ, শাহাদাত হোসেন শাহীন, আহমদ আল আজাদ সোহাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মৌলভীবাজার এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার এলজিইডি'র সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জুড়ী উপজেলার জুড়ী নদীর উপর ৩০ মিটার দীর্ঘ খালের মুখ সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে AL-AK-AJ বড়হাট মৌলভীবাজারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী ২০২১ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হতে যাওয়া সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার ৯শ ৯২ টাকা।
এইচআর/আরআর-০৪