কুলাউড়া সংবাদদাতা
ডিসেম্বর ২৭, ২০২০
০৫:৩৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০৫:৩৯ পূর্বাহ্ন
কিছু ঘটনা গল্পের মতো। কিন্তু কল্পনাকেও হার মানায়। বাস্তবে ঘটে যাওয়া এমন ঘটনা বিস্ময় জাগায়। আমাদের সমাজে লাইলী-মজনু, শিরী-ফরহাদের অনুসারী এমন অনেক তরুণ-তরুণীর দেখা মেলে এখনও। তারা হয়ে ওঠে সত্যিকারের আবেগ-ভালোবাসার জীবন্ত উদাহরণ। এরই মধ্যে ঘটে যায় নানা দুর্ঘটনা কিন্তু, বড় ক্ষতি হয়ে যায়।
মৌলভীবাজারের কুলাউড়ার ভারত সীমান্তে এমন একটি ঘটনা ঘটেছে। শনিবার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির পাশে ১৮ বছর বয়সী এক তরুণের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। পাশেই বসা ১৫ বছর বয়সী এক তরুণী। তিনি লাশ পাহারা দিচ্ছিলেন। কারণ এটি তার প্রেমিকের লাশ।
মূলত পা ফসকে পাহাড় থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান ওই প্রেমিকা। প্রেমিকা মারা গেছেন ভেবে নিজেকে তুচ্ছ মনে হলো তার। তাই নিজের পরনের জামায় গলা পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ওই প্রেমিক। ভোর হতেই জ্ঞান ফিরে প্রেমিকার। তিনি প্রেমিককে খুঁজে পেতে আবারও পাহাড়ের উপরে উঠে প্রিয়জনের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর তিনিও বসে থাকেন পাহাড়ে লাশের পাশে। পাহারা দেন সারাক্ষণ।
বিষয়টি জানাজানির পর কুলাউড়া থানা পুলিশ ও ৪৬ বিজিবির মুড়ইছড়া ক্যাম্পের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
ওই কিশোরী গণমাধ্যমকে জানান, শুক্রবার পৃথিমপাশা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে বেড়াতে যান তারা। পাহাড়ে গিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন এই যুগল। কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়ে রাতে ফেরার সময় হঠাৎ পা পিছলে টিলার নিচে পড়ে যান এবং অজ্ঞান হয়ে পড়েন প্রেমিকা। ভোরে জ্ঞান ফিরে উপরে উঠে দেখেন একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রেমিকের লাশ।
তিনি আরও জানান, ওই যুককের সঙ্গে তার ২ বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার বিকেলে তিনি বাড়িতে রাগ করে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন।
কুলাউড়া থানার এসআই মাহসীন তালুকদার জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরনের সোয়েটার দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিএ-১১