বড়লেখা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২০
১২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২০
০৮:২৩ অপরাহ্ন
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম মুফোফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৬ ভোট।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় কেন্দ্রে থেকে এজেন্টদের মাধ্যমে এই পাওয়া ফলাফল পাওয়া গেছে।
এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট।
প্রসঙ্গত, প্রথম ধাপে আজ সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে ৯৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এএফ/০২