ফের নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন



ফের নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

প্রথম দফার ২৪ পৌরসভার নির্বাচনে ভোটকেন্দ্র দখলের অভিযোগ তুলে আবারও বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যে দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা বলেন নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ। তাদের থাকা উচিত নয়। 

প্রথম দফার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ইভিএম পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয় দাবি করে মির্জা ফখরুল আরও বলেন, এ পদ্ধতির পেছনে উদ্দেশ্য কাজ করছে। এটা পুরোপুরি আওয়ামী লীগকে সহযোগিতা করছে।

ইভিএমএ ভোটগ্রহণে জালিয়াতি ও কারচুপির যথেষ্ট সুযোগ আছে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের বাইরে যেখানে ইভিএম চালু আছে সেখানে ভোট প্রদান শেষে ভোটারকে একটা রিসিট দেয়। তাতে নিশ্চিত হওয়া যায় যে ভোটার কোথায় ভোট প্রদান সম্পন্ন করেছেন। কিন্তু আমাদের দেশে এর কোনো ব্যবস্থা নাই।

বিএ-০৪